রোহিঙ্গাদের ফেরাতে নিউজিল্যান্ডকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » জাতীয় » রোহিঙ্গাদের ফেরাতে নিউজিল্যান্ডকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৯


রোহিঙ্গাদের ফেরাতে নিউজিল্যান্ডকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা সাগরকন্যা অফিস॥

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের ফেরাতে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করার জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসী হাইকমিশনার জোয়ানা মেরি কেম্পকারের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জোয়ানার বিদায়ী সাক্ষাৎ হয়। বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান।
বৈঠকে নিউজিল্যান্ডের হাইকমিশনার জোয়ানা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মা ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নেও ভূমিকা রেখেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের অর্থনৈতিক কর্মকা- আরো বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেন দেশটির বিদায়ী হাইকমিশনার।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:২২ ● ৪৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ