জীব নিরাপত্তায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » জীব নিরাপত্তায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট: কৃষিমন্ত্রী
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯


জীব নিরাপত্তায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট: কৃষিমন্ত্রী

ঢাকা সাগরকন্যা অফিস॥

আধুনিক জীবপ্রযুক্তি নিয়ে গবেষণা ও ব্যবহার, উৎপাদিত পণ্য পরিবহন, আমদানি ও রফতানির ক্ষেত্রে পূর্ব সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের আওতায় গৃহীত জীব নিরাপত্তা বিষয়ক কার্টাহেনা চুক্তি অনুযায়ী জীব নিরাপত্তা বিধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট। পোলট্রি শিল্প বিকাশে জীব নিরাপত্তার ভূমিকা অনেক। তাই বাংলাদেশের আমিষের জোগানে পোলট্রি শিল্পকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। আর খামার ব্যবস্থাপনার মূল বিষয়, খামারে জীব নিরাপত্তা জোরদার করা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ৭ম বার্ষিক সাউথ এশিয়া বায়োসেফটি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশ কার্টাহেনা চুক্তিতে স্বাক্ষর করেছে। বায়োসেফটি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়োটেক কনসোর্টিয়াম ইন্ডিয়া লিমিটেডের চিফ জেনারেল ম্যানেজার ড. বিভা আহুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, আধুনিক জীব প্রযুক্তির অপার সম্ভাবনা ও সুফলের পাশাপাশি পৃথিবীব্যাপী এর ঝুঁকির বিষয়ে চলছে নানা গবেষণা। জীববৈচিত্র্য আর মানব স্বাস্থ্য অটুট না থাকলে আমাদের পিছিয়ে পড়তে হবে। প্রযুক্তি সংশ্লিষ্ট সকল গবেষণা এবং এর প্রয়োগ যাতে মানুষ ও অন্যান্য জীবের কল্যাণে লাগে, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বায়োসেফটি রুলস অব বাংলাদেশ-২০১২ এবং বায়োসেফটি গাইড লাইন অব বাংলাদেশ-২০০৮ প্রণয়ন করেছে। আমাদের রোগ প্রতিরোধের সব চাইতে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে জীব নিরাপত্তা। বসতবাড়ি থেকে খামারÑসব জায়গাতেই জীব নিরাপত্তা তথা রোগের জীবাণু প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৬ ● ৪৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ