চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাটে আদিপত্য বিস্তারকে কেন্দ্র হামলা আহত-৪

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাটে আদিপত্য বিস্তারকে কেন্দ্র হামলা আহত-৪
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯


প্রতীকী চিত্র
চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার আসলামপুর বেতুয়া লঞ্চঘাটে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলা ৪জন আহত হয়েছে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চরফ্যাশন থানায় ঘাটের জয়নাল বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সোয়া ৫টায় ফারহান-৫ লঞ্চ ছেড়ে যাওয়ার পর ঘাটের নাছিরের নেতৃত্বে ২০/২৫জন একত্রিত হয়ে তাসরিফ লঞ্চের ঘাট স্টাফদের উপর হামলা চালায়। এতে জয়নাল (৩০), বাবুল(৪২), নাসিম সিকদার(৪০), আরিফ(৩৫) ও মনির(৩৫)উপর হামলা চালিয়ে আহত করেছে। তাদের মধ্যে দু‘জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এই ব্যাপারে জয়নাল বাদী হয়ে ৭জনকে সনাক্ত করে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করা  হয়েছে।

আহত মনির হোসেন বলেন, নাসির এলাকা নেশা করে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। বেতুয়া লঞ্চঘাটে যাত্রীরা আতংকিত থাকে। তার বিরুদ্ধে চরফ্যাশন থানায় একাধিক মামলা রয়েছে। এই সকল সন্ত্রাসী কার্যকলাপ থেকে বেতুয়াল লঞ্চঘাটের সধারণ মানুষ মুক্তির দাবী জানানো হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৪৫:২০ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ