কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে নিখোঁজ শ্রমিকের ৪৮ ঘন্টায় খোঁজ মেলেনি

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে নিখোঁজ শ্রমিকের ৪৮ ঘন্টায় খোঁজ মেলেনি
শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৯


প্রতীকী চিত্র
সাগরকন্যা কলাপাড়া অফিস ॥
আন্ধারমানিক নদীতে পড়ে ডুবে যাওয়ার ৪৮ ঘন্টা পরও নিখোঁজ শ্রমিক মো. সরোয়ার শেখ এর খোঁজ মেলেনি। তার সন্ধানে বরিশাল নদী ফায়ার স্টেশনের কর্মীরা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। সরোয়ারের খোঁজে বাড়ি থেকে সজন রফিকুল ইসলাম ও মো. মহারাজ সিপাহী কলাপাড়ায় পৌছেছেন। তারাও সেতুর অন্য শ্রমিকদের সঙ্গে নদীর পাড়ে ও মোহনায় খুঁজছেন।

বুধবার রাতে কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলীতে আন্ধারমানিক নদীর ওপর নির্মানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজে নিয়োজিত থ্রি লাইট নেভীগেশন কোম্পানীর বার্জ টিএলএন এর শ্রমিক  সরোয়ার শেখ (৫০) বার্জের র‌্যাম্প লুজ দিতে গিয়ে বার্জের উইঞ্চের লক আনলক করার সময় হ্যান্ডেলের আঘাতে আন্ধারমানিক নদীতে পড়ে নিখোঁজ হয়। তাৎক্ষনিক বার্জের অন্য শ্রমিক ও স্থানীয়রা নদীতে ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সরোয়ার ¯্রােতের টানে ভেসে যায়। নিখোঁজ সরোয়ার শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঢেপসাবুনিয়া গ্রামের আব্দুল গনি শেখের ছেলে। এ ঘটনায় কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মনিরুজ্জামান কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এমএম/কেএস

বাংলাদেশ সময়: ১১:৩৬:৫৬ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ