কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে পড়ে সেতুর নির্মাণ কাজের শ্রমিক নিখোঁজ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে পড়ে সেতুর নির্মাণ কাজের শ্রমিক নিখোঁজ
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯


প্রতীকী চিত্র
সাগরকন্যা কলাপাড়া অফিস ॥
কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলীতে নির্মানাধীণ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজে নিয়োজিত বার্জ টিএলএন এর শ্রমিক মো. সরোয়ার শেখ (৫০) আন্ধারমানিক নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। বুধবার রাতে বার্জের ডান র‌্যাম্প লুজ দিতে গিয়ে বার্জের উইঞ্চের লক আনলক করার সময় হ্যান্ডেলের আঘাতে নদীতে পড়ে যায় হতভাগা এ শ্রমিক। তাৎক্ষনিক বার্জের অপর শ্রমিক ও স্থানীয়রা নদীতে ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ¯্রােতের টানে ভেসে গেছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ সরোয়ার শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঢেপসাবুনিয়া গ্রামের আঃ গনি শেখের ছেলে। এ ঘটনায় থ্রি লাইট নেভীগেশন কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

উদ্ধার অভিযানে নিয়োজিত বরিশাল নদী ফায়ার ষ্টেশনের লিডার মো. গিয়াস উদ্দিন ও ডুবুরি রাব্বী শেখ জানান, নদীর গভীরতা প্রায় ১৩ মিটার। নদীর তলদেশে প্রচন্ড স্রোত থাকায় বেশিক্ষণ স্রোতের বিপরীতে থাকা যাচ্ছে না। তবে তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এমএম/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৩০:২১ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ