ফুলবাড়ী সরকারী কলেজ ছাত্রাবাস ধ্বসে পরায় ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ী সরকারী কলেজ ছাত্রাবাস ধ্বসে পরায় ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯


মানববন্ধনের একাংশ
দিনাজপুর সাগরকন্যা প্রতিনিধি ॥
ফুলবাড়ী সরকারী কলেজ এর আয়োজনে ফুলবাড়ী পৌরসভার চলমান ড্রেন নির্মাণে যথাযথ সতর্কতা অবলম্বন না করে দায়িত্বহীনতার কারণে কলেজ ছাত্রাবাস-২ পাকা রুম গুলো ভেঙ্গে যায়। তারই প্রতিবাদে কলেজ অধ্যক্ষ নজমুল হক এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত ছাত্রাবাসের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী  মানববন্ধন করেছে।

অধ্যক্ষ প্রফেসর মো.নজমুল হক বলেন, কর্মরত ইঞ্জিনিয়ারকে বার বার বলা স্বত্ত্বেও আমার কথা কর্ণপাত করেননি। পরে মেয়র ও প্যানেল মেয়ককে বলেছিলাম, কিন্ত তারা কোন উদ্যোগ নেয়নি এবং প্রতিরোধ মূলক ব্যবস্থাও রাখেনি। আমি যেহেতু সরকারী চাকুরী করি এ ভবনটি একটি সরকারী স্থাপনা তা রক্ষার নির্মিতে আমি কলেজের অধ্যক্ষ হিসেবে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাব। যাতে ড্রেন এর কাজ দ্রুত সমাপ্ত করে এবং পুনরায় কলেজ ছাত্রাবাসটি নির্মাণ করানো হয় সে ব্যপারেও পৌরসভাকে চিঠি দিয়ে জানাবো।

এএইচসি/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৫ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ