কলাপাড়ার তেগাছিয়া বাজারে সড়ক ধসে যাচ্ছে নদীতে

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ার তেগাছিয়া বাজারে সড়ক ধসে যাচ্ছে নদীতে
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
উপজেলার তেগাছিয়া বাজারে নদীর পাড় দিয়ে প্রায় ৫০ মিটার সড়কের নিচের মাটি ধসে গেছে। ধসে গেছে গাইড ওয়াল। এখন যে কান সময় মূল সড়কটি ধসে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষ ভিন্ন কোন পথ না থাকায় ওই সড়কে হোন্ডা, টমটম, অটোবাইকে ঝুঁকিপুর্ণ চলাচল করছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কলাপাড়া এ সড়কটি মাত্র এক বছর আগে নির্মাণ করেছে বলে স্থানীয়রা জানালেন। বর্তমানে সড়কটি ধসে যাওয়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। নইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষের ভোগান্তি বাড়বে। মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, ১৫দিন আগে নদীর স্রোতের তোড়ে গাইড ওয়ালসহ সড়কটি ধসে গেছে। এখন যোগাযোগে সমস্যা হচ্ছে। বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানালেন এ জনপ্রতিনিধি। উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সিসি ব্লক ফেলে ভাঙ্গন রোধ করলে সড়কটি রক্ষা করা সম্ভব হতে পারে। তবে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৭ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ