বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় লোকসভার সদস্য শান্তনু ঠাকুরের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » রাজনীতি » বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় লোকসভার সদস্য শান্তনু ঠাকুরের শ্রদ্ধা নিবেদন
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯


বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় লোকসভার সদস্য শান্তনু ঠাকুরের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় লোকসভার সদস্য মতুয়াচার্য্য শ্রী শান্তনু ঠাকুর।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে তিনি স্বস্ত্রীক সেখানে টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে শ্রী শ্রী হরি-গুরচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও তিনি পৃথকভাবে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তার সহধর্মিনী সুবর্ণা ঠাকুর, অল-ইন্ডিয়া মতুয়া সংগঠনের মুখপত্র শ্রী অরবিন্দু বিশ্বাস, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, উপজেলার ভাইস-চেয়ারম্যান নীতিশ রায়, এ্যাড্্ রঞ্জিত কুমার বিশ্বাস (গামা) সহ মতুয়া মিশনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ভবন অভ্যন্তরে পরিদর্শন বহিতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে, তিনি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে যান। সেখানে গদিনাসিন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
পরে বিকেল ৩ টায় তিনি গোপালগঞ্জ শহরের পৌর-পার্কে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মতুয়া মহা-সমাবেশে যোগ দেন। চারিদিক থেকে আগত মতুয়া সম্প্রদায়ের মানুষ ঢাক-ঢোল, কাশ-করতাল বাজিয়ে তাকে স্বাগত জানায়। জেলা মতুয়া মিশনের সভাপতি তরুণ কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অল-ইন্ডিয়া মতুয়া সংগঠনের মুখপত্র শ্রী অরবিন্দু বিশ্বাস, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, গোপালগঞ্জ জেলা যুবলীগ সভাপতি জি এম সাহাবুদ্দিন আযম ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নীতিশ রায় সহ অনেকে বক্তব্য রাখেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:৪৩ ● ৬৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ