বানারীপাড়ায় গৃহবধু শান্তার ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় গৃহবধু শান্তার ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০১৯


বানারীপাড়ায় গৃহবধু শান্তার ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় চাখারে সালমা আক্তার শান্তার (২২) হত্যাকারী স্বামী আরিফুল ইসলাম মিঠুর (৩০) ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাখার হক স্পোটিং ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে নিহত শান্তার বাবা ফারুক হোসেন মোল্লা, মা মাসুদা বেগম ও স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নিহত শান্তার বাবা ফারুক হোসেন মোল্লা, মা মাসুদা বেগম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভ্পাতি খিজির সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়ুন কবির লুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম সরদার ও জহিরুল ইসলাম জাকির, ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, ঘাতক স্বামী আরিফুল ইসলাম মিঠুর ২২ আগস্ট বিকালে নারায়নগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর নয়াবাড়ি খাসপাড়ার ভাড়াটিয়া বাসায় যৌতুকের দাবীতে তার স্ত্রী সালমা আক্তার শান্তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে মিঠু তার শাশুড়ীকে মোবাইল ফোনে জানায় শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই দিন খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করেন এবং আরিফুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান। পরে পুলিশ এ ব্যপারে সোনারগাঁও থানায় একটি ইউডি মামলা রজু করেন। খবর পেয়ে ২৩ আগস্ট সেখান থেকে শান্তার লাশ বানারীপাড়ার চাখার ইউনয়নের বড় ভৈৎসর গ্রামে বাবার বাড়িতে এনে পারীবারিক কবরস্থানে দাফন করেন।
এ ব্যপারে পারিবারীক সূত্রে জানা গেছে, ৪ বছর পূর্বে উপজেলার চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের ফারুক হোসেন মোল্লার মেয়ে সালমা আক্তার শান্তার সঙ্গে একই বাড়ির মৃতঃ সুলতান হোসেন হাওলাদারের ছেলে ঢাকার সোনারগাঁওয়ে বায়িং হাউসে কর্মরত আরিফুল ইসলাম মিঠুর আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে শান্তাকে তার স্বামী মিঠু শারীরিক ও মানসিভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিলো। নিহত শান্তার বাবা ফারুক হোসেন মোল্লা অভিযোগ করেন, সোনারগাঁও থানায় তারা হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ তা নেয়নি। নিরুপায় হয়ে এখন তারা এ ব্যপারে আদালতে হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান। এদিকে মানববন্ধন শেষে চাখার বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:২৫ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ