আমতলীতে ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০১৯


আমতলীতে ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পায়রা নদীতে অভিযান চালিয়ে ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ টি বেহুন্দী জাল জব্দ করেছে। পরে ওই জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জানাগেছে, মৎস্য সংরক্ষণ আইন রাস্তবায়নে আমতলী উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় ওই নদী থেকে ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি বেহুন্দী জাল জব্দ করেছে। যার আনুমানিক মুল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। পরে জব্দকৃত জাল ওইদিন বিকেলে আমতলী উপজেলা মৎস্য অফিস মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান পরিচালনা করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা মোঃ মাহবুবুল আলম ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৬ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ