টুঙ্গিপাড়ায় আশ্রমের ঘেরে বিষ প্রয়োগ

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় আশ্রমের ঘেরে বিষ প্রয়োগ
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০১৯


টুঙ্গিপাড়ায় আশ্রমের ঘেরে বিষ প্রয়োগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি ধর্মীয় আশ্রমের ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বাশুরিয়া গ্রামের শ্রী শ্রী রাই রসরাজ সেবাশ্রমের ঘেরে কীটনাশক প্রয়োগ করা হয়।

আশ্রমের মালিক শ্রী ব্রজকিশোর ঠাকুর (৭০) বলেন, তিনি ও তার ছেলেরা শনিবার মুকসুদপুরে এক ভক্তের আমন্ত্রনে তার বাড়িতে যান। সোমবার সকালে খবর পেয়ে এসে দেখেন সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। ঘেরে চিংড়ি, রুই, কাতল, মৃগেল, স্বরপুটি সহ  বিভিন্ন প্রকার মাছ ছিল।
তিনি আরো বলেন, প্রতি বছর এই মাছ বিক্রি করে মহোৎসবের সময় ভক্তদের সেবা করা হয়। তবে কে বা কারা এই ঘৃন্য কাজ করেছে তা এখনও বলতে পারছি না।

আশ্রমবাসী রুইদাস ব্রহ্মচারী (৬৫) বলেন, সকাল থেকে মরা মাছ উঠাচ্ছি। জানিনা আর কত মাছ জলের নিচে আছে। আমি এখানে ৫০ বছর ধরে আছি। আর এই ঘেরের বয়স ৩৫ বছর। এই ঘেরের জল ও মাছ আগে কখনও নষ্ট হয়নি। কিন্তু এবার এমন কাজ যারা করলো তাদের খুজে বের করে দূষ্টান্ত মূলক শাস্তি হওয়া প্রয়োজন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান ব্রজকিশোর ঠাকুরের ছেলে বনমালী ঠাকুর।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫২:২৮ ● ৫৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ