স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেছেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » জাতীয় » স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেছেন রাষ্ট্রপতি
শনিবার ● ৩১ আগস্ট ২০১৯


স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেছেন রাষ্ট্রপতি

ঢাকা সাগরকন্যা অফিস॥

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
শাহজালাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হোসেন বরসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামি ৮ সেপ্টেম্বর আবদুল হামিদের দেশে ফিরবেন। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। ৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত। রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৪৮ ● ৪৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ