কলাপাড়ায় শিশুদের সাঁতার শেখা ভাসা প্রকল্পের বার্ষিক সভা

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় শিশুদের সাঁতার শেখা ভাসা প্রকল্পের বার্ষিক সভা
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯


কলাপাড়ায় শিশুদের সাঁতার শেখা ভাসা প্রকল্পের বার্ষিক সভা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় সাঁতার শেখানো এবং শিশুদের নিরাপদ রাখতে ভাসা প্রকল্পের অগ্রগতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেন্টার ফর ইনজুরি প্রিভেনসন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) এ সভার আয়োজন করে। ইউএনও মো. মুনিবুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা।
সিআইপিআরবি’র পলিসি এ্যাডভোকেসি স্পেশালিষ্ট সদরুল হাসান মজুমদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন, এবিএম হুমায়ূন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। সভার শুরুতে ভাসা প্রকল্পের আঁচল, সাঁতার সংক্রান্ত বিষয়ে সকলকে ধারণা দেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. সেলিম মিয়া। তিনি সাঁতার, ফাস্ট এইড, আঁচল বেসিক প্রশিক্ষন পেয়ে  শিশুরা জীবন রক্ষা করছে তা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:২০ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ