তালতলীতে ১ কি.মি. সড়কে দশ হাজার মানুষের দুর্ভোগ

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে ১ কি.মি. সড়কে দশ হাজার মানুষের দুর্ভোগ
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯


---

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলী উপজেলার গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গাবতলী স্লুইজঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কের জন্য দশ হাজার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, উপজেলার গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গাবতলী স্লুইজগেট পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা। এ রাস্তাটি ২০১৩ সালে সিডিএমপি ও ইউএনডিপির অর্থায়নে সলিং করে স্থানীয় প্রকৌশল বিভাগ। সড়কটি সলিং করার চার বছরের মাথায় ইট দেবে ও উঠে গিয়ে কাঁদা ও গর্তে পরিনত হয়েছে। ওই এক কিলোমিটার সড়কের শতাধিক স্থানে গর্ত রয়েছে। যা দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ওই সড়ক দিয়ে গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থীসহ গাবতলী, লেমুয়া, তেঁতুলবাড়ীয়া, পশ্চিম গাবতলী, চরপাড়া গ্রামের প্রায় দশ হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এছাড়াও ওই সড়ক দিয়ে ছোটবগী বাজার ও তালতলী উপজেলা শহরে যেতে হয়। গত তিন বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পরে আছে। মানুষের চলাচল করতে খুবই সমস্যা হয়। ওই এক কিলোমিটার সড়কের জন্য মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ওই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
লেমুয়া গ্রামের মোঃ মোশাররফ হোসেন সেন্টু বলেন, সড়কের ইট দেবে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত হয়েছে।  ওই গর্তে পানি জমে এখন কাদায় একাকার হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানাই।
গাবতলী গ্রামের মোঃ মাসুম বিল্লাহ বলেন, সলিং রাস্তা নয়তো যেন কাঁদার বাহার। এই সড়কটির কারনে এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানাই।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম লিটন মোল্লা বলেন, সড়কটি দিয়ে মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
ছোটবগী ইউপি চেয়ারম্যান মোঃ তৈফিকুজ্জামান তনু বলেন, চলাচলের অনুপোযোগী ওই সড়কটি সংস্কারের জন্য দ্রুত প্রকল্প দেয়া হবে। বরাদ্দ পেলেই নির্মাণ করা শুরু করবো।
তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, সড়কটি দিয়ে মানুষের চলাচলে সমস্যার কথা জেনেছি। আগামী অর্থ বছরে আইআইআরডিপি-২ প্রকল্পে অর্ন্তভূক্ত করে সংস্কার করা হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪২ ● ২৮১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ