দশমিনায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দশমিনায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯


দশমিনায় সংখ্যালগু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরের হাটে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ১,২,৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার পশারী রানী, উপজেলা হিন্দু বৈধ্য ঐক্য পরিষদের সভাপতি এ্যাড,উত্তম কুমার কর্মকার, সাধারন সম্পাদক দেবাসিশ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে, সংখ্যালগু পরিবারের শিশুসহ ৯ জনকে পিটিয়ে জখম করেছে স্থানীয় এক প্রভাবশালী সন্ত্রসী গ্রুপ। আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত লক্ষ্মী রানী (৪০) অঞ্জু রানী (২৬)এবং খোকন চন্দ্র মজুমদারকে বরিশাল শে,বা,চি,ম প্রেরন করেন। এলাকার এক প্রভাবশালী কালাম প্যাদার নির্দেশে তার মেয়ের জামাতা এলাকার চিহিৃত সন্ত্রাসী জহির সিকদার,স্ত্রী সুখি বেগম,কালাম প্যাদা, তার ছেলে ইরাক প্যাদা,রুপচান প্যাদা,বায়েজিদ প্যাদাসহ প্রায় ১৫/২০ জনের একটি দল খিতিসের দোকানে হামলা চালায় এবং ভাংচুর শুরু করে। এসময় খিতিস মাঝি,ছেলে খোকন চন্দ্র মাঝি এবং স্ত্রী লক্ষ¥ী রানী দোকানে বসাছিল। সন্ত্রাসীরা দোকান ঘরটি ভাংচুর শুরু করলে এরা বাঁধা দেয় । সেমসয় তাদেরকেও লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে । খবর পেয়ে খোকনের স্ত্রী অঞ্জু রানী তার কোলের দুই বছরের কন্যা সন্তানটিকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছালে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে  জয় চাদ মাঝি (৩৫), কনক বালা (৩৫), যতিন মাঝি (৭০), শেফালী রানী (৯০)সহ রেহাই পায়নি অঞ্জনা রানীর কোলে থাকা দুই বছরের অবুঝ শিশু কথা কলিও।
এঘটনার প্রতিবাদে সোমবার (২৬ আগষ্ট) ০৯ জনকে আসামী করে, যতিন চন্দ্র মাঝি বাদী হয়ে দশমিনা থানায় একটি এজাহার মামলা দায়ের করেন। দশমিনা থানার মামলা নং-১১/২০১৯ খ্রীঃ। এমর্মে দশমিনা থানা পুলিশ জহিরুল(২৭) আলম (২৮)কে আটক করেছে। দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন,গতকাল ঘটনা ঘটানোর পর থেকেই আমরা আসামীদের খুজতেছি যে কোন মুহুর্তে বাকী আসামীদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহাফুজুর রহমান সরেজমিন পরিদর্শন করেন এবং আহতদেরকে দেখতে হাসপাতালে যান ও তাহাদের চিকিৎসার খোজ খবর নেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৫ ● ৮৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ