আমতলীতে নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করলো শিশু মনিকা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করলো শিশু মনিকা
শনিবার ● ২৪ আগস্ট ২০১৯


আমতলীতে নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করলো শিশু মনিকা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় স্কুলের দুই সহপাঠিকে নিয়ে নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করলো বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মনিকা (১১)। তার বাড়ী আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসুগী গ্রামে। মনিকার এরকম সাহসী উদ্যোগের প্রসংসা করছেন প্রশাসনসহ সচেতন মহলের অনেকেই। শুক্রবার রাত ৮ টায় তার বিয়ে হওয়ার কথা ছিল আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের পরিচ্ছনতা কর্মী শামীম (১৫) এর সাথে।
জানা গেছে, আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বটতলা ব্রীজ সংলগ্ন খালের পাড়ের বাসুগী গ্রামের একটি ভাড়া বাসায় রিক্সা চালক জুয়েল পরিবার পরিজন নিয়ে থাকেন। শুক্রবার রাত ৮ টায় মনিকার মা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী শাহিনুর ওরফে শাহনাজ বেগম আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের পৌরসভার আরেক পরিচ্ছন্নতা কর্মী অপ্রাপ্ত বয়স্ক শামীম (১৫) এর সাথে মেয়ের বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন। এ বিয়েতে মনিকার বাবা রাজী ছিল না বলে জানায় মনিকা। নিজের বিয়ের এ আয়োজন দেখে মনিকা চমকে যান এবং তার এ বিয়ে বন্ধের জন্য স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারজানা ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী  কনিকার সহযোগিতায় আমতলী থানায় চলে আসে। থানায় দেখা হয় এসআই নাসরিনের সাথে। তার কাছে মনিকা তার বিয়ের আয়োজনের সব কথা খুলে বলেন। তাৎক্ষনিক এসআই নাসরিন কয়েকজন ফোর্স এবং মনিকা ও তার দুই সহপাঠিকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের সকল আয়োজনের সত্যতা পান। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার। তিনি মনিকার মাকে ডাকেন এবং বাল্য বিয়ের কুফল সম্পকে বুঝিয়ে বলেন। বাল্য বিয়ের কুফল বুঝতে পেরে মনিকার মা তার মেয়েকে বাল্য বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
মনিকার মা শাহিনুর ওরফে শাহনাজ বেগম বলেন, আমরা না বুইজ্যা  মাইয়ারে বিয়া দিতে চাইছিলাম। স্যারে আইয়া মোগো সব বুঝাইয়া কওনে মোরা এহন মাইয়ারে আর বিয়া দিমু না। মাইয়ারে এহন লেহা পড়া করামু বড় করমু হেইয়ার পর বিয়া দিমু।
মনিকা বলেন, বিয়া মুই বুঝি না। মুই  লেহা পড়া কইর‌্যা বড় অমু।  হেইয়্যার পর পুলিশে চাকরি করমু। চাকরি কইর‌্যা এইরহম কাম যাতে কেউ করতে না পারে হেইয়্যার ব্যবস্থা নিমু।
আমতলী থানা পুলিশের এসআই নাসরিন বলেন, মেয়েটি অনেক বুদ্ধিমতী। তার বিয়ের আয়োজনের কথা টের পেয়ে শুক্রবার সন্ধ্যায় সে তার দুই সহপাঠীকে সাথে নিয়ে থানায় আসে। তাৎক্ষনিক আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করি। এ জন্য মেয়েটিকে অনেক ধন্যবাদ দেই।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার বলেন, মনিকা অত্যান্ত বুদ্ধিমতী। তার অনেক প্রসংশা করতে হয়। ছোট মেয়ে থানায় উপস্থিত হয়ে নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করেছে। এজন্য মনিকাকে অনেক ধন্যবাদ দেই। সবাই যদি এরকম হত তাহলে সমাজে আর বাল্য বিয়ে  থাকত না।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:২৫ ● ৪৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ