আলীপুরের রোহিঙ্গা সন্ত্রাসী ফজল নিরুদ্দেশ

প্রথম পাতা » কুয়াকাটা » আলীপুরের রোহিঙ্গা সন্ত্রাসী ফজল নিরুদ্দেশ
শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯


আলীপুরের রোহিঙ্গা সন্ত্রাসী ফজল নিরুদ্দেশ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উপজেলার মৎস্য বন্দর আলীপুরের চিহ্নিত সন্ত্রাসী জনমনের আতঙ্ক রোহিঙ্গা ফজল করিম (২৮) চার বছর ধরে নিখোঁজ রয়েছে। এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সারে চার বছর আগেও প্রকাশ্যে আলীপুর বাজারে ফজল করিম বাহিনীর রামদা মহড়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ থাকত তটস্থ। প্রকাশ্যে মাদকের ব্যবসা করত। কিন্তু চার বছর রহস্যজনভাবে নিরুদ্দেশ হয়ে যায় রোহিঙ্গা ফজল করিম। তবে এর সহযোগিরা এখনও এলাকায় বহাল তবিয়তে রয়েছে।
স্থানীয়ভাবে পরিচিত রোহিঙ্গা গুড়াইয়া মাঝির ছেলে ফজল করিম কোন সন্ত্রাসী কিংবা জঙ্গী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কী না তা নিয়ে এখন দেখা দিয়েছে নানা সংশয়। মহিপুর থানার ওসি সোহেল আহাম্মদ নিখোঁজ ফজল করিমের ব্যাপারে কোন খবর দিতে পারেন নি। তবে খোঁজ-খবর শুরু করবেন বলে জানিয়েছেন।
ফজল করিমের এক ভাই সজল প্রায় পাঁচ বছর আগে পালিয়ে মালয়েশিয়া গিয়ে ফেরত আসে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। ফজল করিমের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীর সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে বলে একাধিক মহল নিশ্চিত করেছেন। রয়েছে আলীপুর বাজারে ফজল করিমের এক চিহ্নিত গডফাদার।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৭ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ