পবিপ্রবিতে চাকুরী দেয়ার নামে প্রতারণার দায়ে সেকশন অফিসার বরখাস্ত

প্রথম পাতা » সর্বশেষ » পবিপ্রবিতে চাকুরী দেয়ার নামে প্রতারণার দায়ে সেকশন অফিসার বরখাস্ত
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯


চাকুরী দেয়ার নামে প্রতারণার দায়ে সেকশন অফিসার বরখাস্ত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূঁয়া নিয়োগ পত্রে একাধিক ব্যক্তিকে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার দায়ে প্রতারক সেকশন অফিসার কে.এম শাহাদাৎ হোসেনকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
পবিপ্রবি’র রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত গেল ১৮ আগস্ট ২০১৯ ইং তারিখের এক আদেশে কেন্দ্রীয় গ্রন্থগারের সেকশন অফিসার কে.এম শাহাদাৎ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধি ১(গ) এবং দন্ডের ভিত্তি ২(খ) (ঙ) ও (চ) ধারার অপরাধে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পবিপ্রবি’র রেজিষ্ট্রারার দপ্তর সূত্রে জানাযায়, পটুয়াখালী শহরের মুক্তিযোদ্ধা সড়কের জনৈক ওমর ফারুকের ছেলে বনি আমীন রনিকে এমএলএসএস পদে চাকুরী দেয়ার প্রলোভনে ভূঁয়া নিয়োগ পত্র দেখিয়ে নগদ ৬লাখ ৫০হাজার টাকা হাতিয়ে নেয় সেকশন অফিসার কে.এম শাহাদাৎ হোসেন। চাকুরীতে যোগদান করতে এসে ভূঁয়া নিয়োগ পত্র ধরা পরলে বনি আমীন রণির পিতা ওমর ফারুক প্রতারক শাহাদাতের বিরুদ্ধে রেজিষ্ট্রারের বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক তদন্তে প্রমানীত হওয়ায় তাকে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, আরও একাধিক ব্যক্তিকে চাকুরী দেয়ার নামে অভিযুক্ত সেকশন অফিসার শাহাদাৎ হোসেন প্রতারণার আশ্রয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪২ ● ৫৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ