পায়রা সেতুতে নির্মাণ শ্রমিক নিহত

প্রথম পাতা » সর্বশেষ » পায়রা সেতুতে নির্মাণ শ্রমিক নিহত
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯


পায়রা সেতুতে স্ক্যাভেটরের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুতে স্ক্যাভেটরের ধাক্কায় মো: সহিদুল ইসলাম হাওলাদার (৪০) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো: ইসমাইল জানায়, লেবুখালী ফেরীঘাটে নির্মাণাধীন পায়রা সেতুতে পায়রা ভারী মালামাল স্থানান্তরকালে স্ক্যাভেটরের ধাক্কায় নির্মাণ শ্রমিক সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করেন। নিহত শ্রমিক সহিদুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে বলে জানাযায়। তার পিতার নাম আবদুর রহমান হাওলাদার।
এদিকে দুর্ঘটনার পর পরই নির্মাণাধীন সেতু প্রকল্পের সংরক্ষিত এলাকার সকল প্রবেশ পথ বন্ধ করে দেয় চায়না ঠিকাদার কর্তৃপক্ষ। খবর পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো: ফারুক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৮ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ