বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, এক জেলের মৃত্যু

প্রথম পাতা » সর্বশেষ » বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, এক জেলের মৃত্যু
সোমবার ● ১৯ আগস্ট ২০১৯


বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, এক জেলের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বঙ্গোপসাগরে ৫ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় তাপস ম-ল (২৬) নামের এক জেলের মৃত্যু হয় । সোমবার (১৯ আগস্ট) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর থেকে ৫ কিলোমিটার দক্ষিণের শীবচরে এ ঘটনা ঘটে। নিহত তাপস গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের ট্রলার মালিক তরুণী ম-লের ছেলে।
উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চরমোন্তাজের হিন্দু গ্রামের মিলন দাশ বলেন, সোমবার দুপুরে শীবচর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের তরুণী ম-লের মালিকানাধীন একটি ট্রলার ৫ মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। ট্রলারটি মাছ ধরা শেষে সাগর থেকে ফিরছিল। পথিমধ্যে এ ঘটনা ঘটে। পরে অন্য ট্রলারের সাহায্যে ওই ট্রলারের ৪জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আর আরেক জেলে তাপস ম-লের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ট্রলারটি গলাচিপার। একজন নাকি মারাও গেছে। তাকে গলাচিপা নিয়ে যাওয়া হয়েছে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:২৪ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ