আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রথম পাতা » জাতীয় » আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯


আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া সাগরকন্যা প্রতিনিধি॥

ঈদুল আজহা, জাতীয় শোকদিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান, ঈদুল আজহা ও শোকদিবসকে সামনে রেখে ১১ আগস্ট থেকে পাঁচ দিনের জন্য বন্দরে ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ১৬ আগস্ট (শুক্রবার) সাপ্তাহিক বন্ধ থাকায় শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এতে স্থানীয় শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এ বন্দর দিয়ে ভারতের আগরতলাসহ সাতটি অঙ্গরাজ্যে বাংলাদেশ থেকে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়ে থাকে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২০:২০:১২ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ