গলাচিপায় টানা ৩৮ঘন্টা যাবত উড়ছে জাতীয় পতাকা

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় টানা ৩৮ঘন্টা যাবত উড়ছে জাতীয় পতাকা
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯


গলাচিপায় টানা ৩৮ঘন্টা যাবত উড়ছে জাতীয় পতাকা

গলাচিপা(পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপায় উপজেলা প্রশাসনের নাকের ডগায় এক টানা ৩৮ঘন্টা যাবত উড়েছে জাতীয় পতাকা। ঘটনাটি ঘটেছে উপজেলা পরিষদ হতে মাত্র ১শত মিটার দূরে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসে শুক্রবার রাতে। এ ব্যাপারে কর্তৃপক্ষ দৃষ্টি আর্কষণ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসে জাতীয় পতাকা টানানো হয়। এরপর আর পতাকা নামানো হয় নাই। টানা ৩৮ ঘন্টা ধরে উড়তে থাকে জাতীয় পতাকা।
নাম প্রকাশ না করার শর্তে একজন সাংস্কৃতিক কর্মী বলেন, বৃহস্পতিবার সকালে ওই দপ্তরে জাতীয় পতাকা টানানো হয়। এরপর শুক্রবার রাত ৯টা পর্যন্ত ওই অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
এব্যাপারে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সমীর চন্দ্র হালাদার বলেন, অফিসের নৈশ প্রহরী না বলে বাড়ি চলে যাওয়ায় ভুলবশত এমন ঘটনা ঘটেছে।

এনআরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৩ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ