তজুমদ্দিনে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯


তজুমদ্দিনে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় একটি র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহি অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, উপজেলা আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রকৌশলী সাদ জগলুল ফারুক, প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, পল্লী দারিদ্র বিমোচণ কর্মকর্তা মনোরঞ্জণ দে, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, পল্লীবিদ্যুৎ ইনচার্জ এম এম আসাফুদ্দৌলা, আনসার বিডিপি কর্মকর্তা হাসিবুল হাসান, মৎস্যজীবি সমিতির সভাপতি আবুল হাসেম প্রমুখ।
এর আগে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৭ ● ৪৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ