বানারীপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় জাতীয় শোক দিবস পালিত
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯


বানারীপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্বে পুস্পার্ঘ অর্পন করার পাশাপাশি বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
এদিন সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও উপজেলা পরিষদ মিলনাতনে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে পৃথক দু’টি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম। এ সময় তিনি বলেন, ৭৫’র ১৫ আগষ্ট ঘাতকরা জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করে বাঙ্গালী জাতিকে কলংকিত করেছে। তারা শুধু বঙ্গ বন্ধুকেই হত্যা করে খ্যান্ত হয়নি। ওই সময় বেচে যাওয়া বঙ্গ বন্ধু কন্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হানিনাকেও একাধিক বার হত্যার ষড়যন্ত্র করেছে। তিনি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক সর্তক থাকার আহব্বান জানিয়েছেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, মুক্তিযুদ্ধকালিন বেইজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলী, অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, খিজির সরদার, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বঙ্গ বন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সান্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা কায়েস লস্কর, সুমন রায়, ছাত্র লীগ নেতা ফোরকান হাওলাদার, রুহুল আমিন রাসেল প্রমূখ। সভা শেষে দোয়া মিলাদ ও কাঙালী ভোজ বিতরণ করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:০৬ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ