কলাপাড়ায় কুড়ি হাজার বিদ্যুত গ্রাহকের ভোগান্তি চরমে

প্রথম পাতা » লিড নিউজ » কলাপাড়ায় কুড়ি হাজার বিদ্যুত গ্রাহকের ভোগান্তি চরমে
শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় কুড়ি সহস্রাধিক বিদ্যুত গ্রাহক চরম বিপাকে পড়েছেন। গত পাঁচদিন ধরে টানা বিদ্যুত সরবরাহ সকাল সাতটা থেকে রাত প্রায় আট টা পর্যন্ত বন্ধ থাকছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকার কথা পল্লী বিদ্যুত সমিতি মাইকিং করেছে। দিয়েছে চিঠিপত্র। কিন্তু রাত অবধি বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছে।
গ্রাহকদের অভিযোগ বিকেল পাঁচটার পরও দুই তিন ঘন্টা বিদ্যুত বন্ধ থাকছে। গ্রামের গ্রাহকরা পাচ্ছেন কখনও রাত নয়টা-দশটায়। বিদ্যুত না থাকায় বিকেলের পরে গ্রামীণ মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মানুষ বহুমুখী সমস্যায় পড়ছে। পল্লী বিদ্যুত সমিতি কলাপাড়া জোনের কর্মকর্তারি সোজা সাপটা বলছেন বরিশাল পটুয়াখালী গ্রীড লাইন বন্ধ করে তাঁরা মেনটেনেন্স এর কাজ করছেন। তাঁদের কিছুই করার নেই। কিন্তু মানুষের দূর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ কেউ নিচ্ছেন না। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিদ্যুত লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৩ ● ১২১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ