দশমিনায় ৩০ হাজার ৩ শ” ৫০ পরিবারে ঈদ ভিজিএফ বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় ৩০ হাজার ৩ শ” ৫০ পরিবারে ঈদ ভিজিএফ বিতরণ
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯


দশমিনায় ৩০ হাজার ৩ শ” ৫০ পরিবারে ঈদ ভিজিএফ বিতরণ

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী দশমিনায় ঈদ-উল-আযাহ উপলক্ষে খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩০ হাজার ৩৫০পরিবার বিশেষ ভিজিএফের চাল পেলেন। উপজেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৭ ইউনিয়ানে ঈদ-উল-আযাহ উপলক্ষে খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩০ হাজার ৩৫০ পরিবার খাদ্য সহায়তা হিসেবে জন প্রতি ১৫ কেজি হারে চাল বরাদ্দ হয়েছে। বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩ হাজার ৫শ”, বহরমপুর ইউনিয়নে ৩ হাজার ৭শ”, রনগোপালদী ইউনিয়নে ৫ হাজার ৭শ”, আলীপুর ইউনিয়নে ৪হাজার,  বেতাগী সানকিপুর ইউনিয়নে ৪ হাজার ১৮০, দশমিনা সদর ইউনিয়নে ৬ হাজার ৮শ” ও চরবোরহান ইউনিয়নে ২ হাজার ৪৭০ পরিবার এ সহায়তা পেলেন।
উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাজিব বিশ্বাস জানান, উপজেলার ৭ ইউনিয়ন ৩০ হাজার ৩শ” ৫০ পরিবারে মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদ-উল-আযাহ উপলক্ষে ভিজিএফ চল বিতরন কার্যক্রম চলছে।  তবে কোন ইউনিয়নের চাল বিতরনে  অনিয়ম হলে সহ্য করা হবে না।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:২৩ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ