কলাপাড়ায় ইউপি সদস্য আটক, ভিজিএফ’র ৩৬০ কেজি চাল উদ্ধার

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ইউপি সদস্য আটক, ভিজিএফ’র ৩৬০ কেজি চাল উদ্ধার
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯


কলাপাড়ায় ইউপি সদস্য আটক, ভিজিএফ’র  ৩৬০ কেজি চাল উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় ঈদ-উল-আযহার বিশেষ ভিজিএফর ৩৬০ কেজি (১২ বস্তা) চাল তুলাতলি বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। বালিয়াতলী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন খানের দোকান মিম স্টোর্স থেকে এ পরিমান চাল শুক্রবার বিকেল তিনটায় উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান এ চাল উদ্ধার করেন। অভিযুক্ত মেম্বার নাসির উদ্দিনকে আটক করেছেন। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার কুমার ঘোষ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন।
ইউএনও মুনিবুর রহমান জানান, ওই ইউনিয়নের বিশেষ ভিজিএফএর চাল বিতরন শেষ হয়েছে। এ পরিমান চাল মেম্বার বিতরণ না করে বিক্রির জন্য দোকানে রাখে। মাত্র দুইদিন আগে বিশেষ ভিজিএফএর চাল আত্মসাতের ঘটনায় চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত গ্রেফতার হয়ে হাজতবাস করছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৭ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ