বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: আ.স.ম. ফিরোজ

প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: আ.স.ম. ফিরোজ
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯


বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: আ.স.ম. ফিরোজ

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এম.পি বলেছেন, “আজকে বাংলাদেশ আর তলাবিহিন ঝুঁড়ি নয়, আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে উপস্থাপিত হচ্ছে”। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী যে সকল সুযোগ সুবিধা দিচ্ছেন তারফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে আর পেছনের দিকে তাকাবার কোন সুযোগ নাই। শিক্ষা এখন সার্বজনীন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বাউফলের কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞান অর্জন করে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক গাজী রুহুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এবং শিক্ষার্থীরা।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:০৫ ● ৪৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ