আমতলীতে ৪৬২১ পরিবারে ভিজিএফ’র চাল বিতরন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ৪৬২১ পরিবারে ভিজিএফ’র চাল বিতরন
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯


আমতলীতে ৪৬২১ পরিবারে ভিজিএফ’র চাল বিতরন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৪ হাজার ৬’শ ২১ পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীন। সভায় বক্তব্য রাখেন ওসি মোঃ আবুল বাশার, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, মোঃ মঞ্জুরুল আলম সেলিম পঞ্চায়েত, কাউন্সিলর জিএম মুছা, জাহিদুল ইসলাম জুয়েল, রিয়াজ উদ্দিন মৃধা, আবুল বাসার রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সামসুল হক চৌকিদার, কালু খলিফা, যুবলীগ সহ-সভাপতি প্রভাষক মোঃ মাহবুবুর রহমান ও সাবেক মহিলা কাউন্সিলর নাজমুন নাহার প্রমুখ।
প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল দেয়া হয়।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:৪৫ ● ৪৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ