দশমিনায় ফগার মেশিন নেই

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় ফগার মেশিন নেই
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯


দশমিনায় ফগার মেশিন নেই

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের কোন ইউনিয়ন পরিষদে মশা নিধনের ফগার মেশিন নেই। ফগার মেশিন না থাকায় মশা নিধনে কোনো ব্যবস্থা নিতে পারছে না উপজেলা পরিষদ । এতে উপজেলা শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পরতে পারে এডিস মশা। এডিস মশার কামড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। এডিস মশা প্রতিরোধে উপজেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে,  উপজেলায় এডিস মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু মশা নিয়ন্ত্রণে উপজেলায় ফগার মেশিন নেই। মেশিন না থাকায় তারা কার্যকর কোন পদক্ষেপ নিতে পারছে না। এতে এডিস মশা শহর থেকে প্রত্যান্ত গ্রামাঞ্চলে দ্রুত ছড়িয়ে পরতে পারে। এখনই ব্যবস্থা না নিলে মহামারী আকার ধারন করবে বলে ধারণা করছেন সচেতন নাগরিকরা।
এদিকে উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজনকে শনাক্ত হওয়ার খবরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। তারা দ্রুত এডিস মশা নিধনে এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মশা নিধনে উপজেলা পরিষদ এখই কোন কার্যকর ব্যবস্থা না নিলে এডিস মশা শহর ও গ্রামে মহামারি আকার ধারন করবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানায়।
উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন,আমি উপজেলার সকল ইউপি চেয়ারম্যারদেরকে ফগার মেশিন ক্রয়ের কথা বলেছি। ওই মেশিন দিয়ে মশা নিধনে কার্যক্রর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৩:০৫ ● ৯১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ