গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭
সোমবার ● ৫ আগস্ট ২০১৯


গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৭। এরমধ্যে ২৬ জন সুস্থ্য হয়ে ঘরে ফিরেছে। গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ১৭ জন ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রচার-প্রচারণা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে গেলেও মানুষের মধ্যে ডেঙ্গু আতংক বিরাজমান রয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৪৭ জনের মধ্যে ২৬ জন সুস্থ্য হয়ে ঘরে ফিরেছে এবং ২১ জনের এখনও হাসপাতালে চিকিৎসা চলছে। গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ডেঙ্গু কর্ণার খোলা রয়েছে। সেখানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪৯ ● ৫১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ