কলাপাড়ায় আটক বনবিড়াল সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় আটক বনবিড়াল সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত
সোমবার ● ৫ আগস্ট ২০১৯


কলাপাড়ায় আটক বনবিড়াল সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

নীলগঞ্জের পাখিমারা বাজারে স্থানীয় কৃষকরা একটি বনবিড়াল আটক করেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে ক্ষুধার্ত বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয় বের হলে কৃষকরা পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পিটিয়ে আহত করে বেধে ফেলে। একপর্যায় মেরে ফেলতে উদ্যত হয়। এক প্রাণিপ্রেমিক রক্ষা করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। লোকজনের ভাষ্য এটি বাঘদাস, মেছোবাঘ কিংবা খাটাশ। বনবিভাগ বলেছে বনবিড়াল।
বনবিভাগের কলাপাড়ার বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বনবিড়ালটি নিশানবাড়িয়া সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দিয়েছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:০৮ ● ৮৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ