আমতলীতে ডেঙ্গু আক্রান্ত দুই রোগী ভর্তি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ডেঙ্গু আক্রান্ত দুই রোগী ভর্তি
সোমবার ● ৫ আগস্ট ২০১৯


আমতলীতে ডেঙ্গু আক্রান্ত দুই রোগী ভর্তি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। রবিবার নতুন দুই রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সুত্রে জানাগেছে, আমতলী পৌরসভার একে স্কুল সড়কের নিয়াজ মোর্শ্বেদ তনয় এবং কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের জালাল চৌকিদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমতলী হাসপাতালে ভর্তি হয়। তারা চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। অপর দিকে রবিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হরিমৃত্যুঞ্জয় গ্রামের সোহেল মিয়া এবং আমড়াগাছিয়া গ্রামের সাইফুল ইসলাম আমতলী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল মিয়া গত গতকাল ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ী ফিরেছেন এবং সাইফুল চারদিন ধরে বাড়ীতে জ্বরে ভুগছিলেন। এরা দুইজনই আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক ও তাদের স্বজনরা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, এ পর্যন্ত চারজন রোগী হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন । এর মধ্যে দুই জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। অপর দু’জন অনেকটা উন্নতির দিকে। আশাকরি তারাও সুস্থ্য হয়ে অল্প দিনের মধ্যে বাড়ী ফিরবেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪০:২৩ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ