দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও পথসভা

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও পথসভা
সোমবার ● ৫ আগস্ট ২০১৯


দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও পথসভা

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ সোমবার (৫ আগস্ট) বেলা ১১টায় “পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার ”প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাম্প্রতিক গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে ও দশমিনা থানা পুলিশের সহযোগীতায় র‌্যালী ও পথসভার মধ্য দিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে। থানা ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শুরুস্থলে এসে শেষ হয়।
র‌্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন, দশমিনা-গলাচিপা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও দশমিনা থানার অফিসার ইনচার্জ এস.এম জালাল উদ্দিন প্রমুখ। অপরদিকে দশমিনা থানা পুলিশ একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন । ওই সময়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ গ্রহন করেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩২:০৪ ● ৭৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ