২১ বছরেও পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি: সন্তু লারমা

প্রথম পাতা » সর্বশেষ » ২১ বছরেও পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি: সন্তু লারমা
শনিবার ● ৩ আগস্ট ২০১৯


সংবাদ সম্মেলনে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা

চট্টগ্রাম সাগরকন্যা প্রতিনিধি॥

আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন বলে দাবি করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
শনিবার (৩ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি করে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের ভূমি জবরদখল, আদিবাসী নারীকে ধর্ষণ, হত্যা ও অপহরণসহ সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা আরো বলেন, আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের ভূমি জবরদখল ও তাদের চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করার হীন উদ্দেশ্যেই আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলা, ভূমি জবরদখল ও উচ্ছেদ, নারীর ওপর ধর্ষণ হত্যা অপহরণসহ নৃশংস সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও এর মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। আগামী ৯ আগস্ট জাতিসংঘের ঘোষিত আদিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’। দিবসটি পালনে আদিবাসী ফোরাম ৫ আগস্ট থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫১ ● ৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ