বানারীপাড়ায় ডেঙ্গু আক্রান্ত শিশুকে ঢাকায় স্থানান্তর

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ডেঙ্গু আক্রান্ত শিশুকে ঢাকায় স্থানান্তর
শনিবার ● ৩ আগস্ট ২০১৯


বানারীপাড়ায় ডেঙ্গু আক্রান্ত শিশুকে ঢাকায় স্থানান্তর

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া মুভিন নামের এক শিশুকে বিমানযোগে ঢাকায় নিয়ে হাসপাতালে সিট না থাকায় বাসায় চিকিৎসা-সেবা দেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা জানান, তার বড় ভাই আব্দুল মালেক মৃধা, ভাতিজি রুপা খানম ও নাতি মুভিন মৃধা (৭) বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে গ্রিনলাইনে বিকেল ৩টায় বানারীপাড়ায় তাদের বাড়িতে বেড়াতে আসেন। পর দিন শুক্রবার দুপুরে তার নাতি মুভিন মৃধা জ¦রে আক্রান্ত হওয়ার পর শরীরের অবস্থা দেখে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সন্দেহ হলে তারা তাকে তড়িঘরী করে ওই দিন বিকেল ৩টায় বরিশাল থেকে বিমানযোগে ঢাকায় নিয়ে যান। সেখানে তারা ওই শিশুকে কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালের প্যাথলজিতে ডেঙ্গু পরীক্ষা করান এবং হাসপাতালে সিট না থাকায় ডাক্তারদের মাধ্যমে তাকে কাকরাইলের নিজ বাসায় রেখে চিকিৎসা-সেবা দিচ্ছেন। ইউপি চেয়ারম্যান মন্নান মৃধা ওই হাসপাতালের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে শিশু মুভিনের প্যাথলজি পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পরার বিষয়টি তারা জানতে পেরেছেন।
এদিকে বানারীপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া শিশু মুভিনের বিষয়ে উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা কিছুই জানেন না বলে জানান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মো. কবির হোসেন বলেন, তার উপজেলায় এখনও কোন রোগি ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে তাদের কাছে চিকিৎসা নিতে আসেননি। এ ব্যাপারে তাদেরকে প্রতি দিন সিভিল সার্জন অফিসে রিপোর্ট দিতে হয়। এছাড়া কোন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তার প্যাথলজি পরীক্ষা সহ ‘ফ্রি’ চিকিৎসা-সেবা দিবেন বলেও তিনি জানান।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:১৮ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ