টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান বহিষ্কার

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান বহিষ্কার
শনিবার ● ৩ আগস্ট ২০১৯


টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান বহিষ্কার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ নং ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদারকে নানাবিধ দূর্নিতী ও অনিয়মের কারনে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩১ শে জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদারের বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরনে অনিয়ম, ভিজিডি কার্ড বিতরনে অর্থ আদায়, জন্মনিবন্ধন সনদ বিতরনে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন এই মর্মে সরকার মনে করে। তাই তার সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বহিষ্কার করা হলো।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৯:১৪ ● ৪২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ