নেছারাবাদে ৩ ইটভাটায় জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ৩ ইটভাটায় জরিমানা
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯


নেছারাবাদে ৩ ইটভাটায় জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সন্ধ্যা নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটর অপরাধে তিনটি ইট ভাটার মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরের দিকে ভাটা মালিকদের প্রত্যেকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। জানা যায়, উপজেলার সারেংকাঠী এলাকার সন্ধ্যা নদীর পাড়ের মাটি অবৈধ ভাবে কাটতে থাকে সততা ব্রিক, মর্ডান ব্রিক এবং এলবিএফ ব্রিকের লোকজন। সংবাদ পেয়ে উপজেলা কর্তৃপক্ষ তাদেরকে আটক করে নিয়ে আসেন। ভাটা মালিকদের জব্দকরা ১৪টি ট্রলারের মাটি উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ ভরাটের জন্য দিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের বিচারে এ রায় দেন।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৫ ● ৬৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ