টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে উৎসর্গ করে পুষ্পকানন

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে উৎসর্গ করে পুষ্পকানন
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯


টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে উৎসর্গ করে পুষ্পকানন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে পুষ্প কাননের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার  (১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১০০ গাছ লাগিয়ে পুষ্পকাননের এর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে ও তার প্রতি উৎসর্গ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলাদেশের প্রতিটি উপজেলায় পুষ্পকানন তৈরি করা হবে।
এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অতিরিক্ত সচিব বদরুল আলম ভূঁইয়া, উপসচিব শহিদুল ইসলাম, এম এ মোস্তাক, টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম সহ খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ও ১৫ ই আগস্ট এ নিহত তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করেন।।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৩ ● ৩৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ