কাউখালীতে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯


কাউখালীতে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ -এই স্লোগানকে প্রতিপাদ্য করে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু  উপজেলা পরিষদ চত্বরে ওই অভিযানের উদ্বোধন করেন।
ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশব্যাপী মশক নিধন সপ্তাহ  উপলক্ষে এই অভিযান শুরু হয়। অভিযানে উপজেলা পরিষদ চত্বরসহ সব দপ্তরের চারপাশের আগাছা, ঝোঁপ-ঝাড় ও ঘাস কাটা হয়।  এ সময় উপজেলা পষিদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ওসি তদন্ত মোঃ ফরিদ হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সিকদার মো.দেলোয়ার হোসেন,শেখ সামসুদ্দোহা চাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,যুবলীগের আহ্বায়ক অধ্যক্ষ অলোক কর্মকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৩ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ