কলাপাড়ায় গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯


কলাপাড়ায় গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীতে ১০ লাখ গাাছের চারা বিতরনের কর্মসূচি হিসেবে কলাপাড়ায় ৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১০ হাজার চারা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে একর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মুাম্মদ ইয়ামিন আহম্মেদ। তিনি শিক্ষার্থীদের গাছের চারা বিতরন করেন। রোপন করেন দুইটি গাছের চারা। জেলাব্যাপী এ কর্মসূচির অংশ হিেেসবে কলাপাড়ার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ মোট ৩১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭৫ হাজার গাছের চারা বিতরন করা হবে। যার প্রথম দফায় ১০ হাজার বিতরন করা হয়। কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৪৪ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ