দশমিনায় পুলিশি বাঁধায় মানববন্ধন পন্ড

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় পুলিশি বাঁধায় মানববন্ধন পন্ড
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯


দশমিনায় পুলিশি বাঁধায় মানববন্ধন পন্ড

দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর দশমিনায় গৃহ বধু মোসা. মারুফা আক্তার হত্যার বিচার দাবীতে আয়োজিত মানববন্ধন পুলিশি বাঁধায় পন্ড হয়েছে। মানববন্ধনকারীরা হত্যার বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহষ্পতিবার (১ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে গৃহ বধু মারুফা আক্তার হত্যার বিচার দাবীতে মানববন্ধন করে নিহতের স্বজন ও তার গ্রামবাসী।
আয়োজক সূত্র জানায়, গত মাসের ১৭ তারিখে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের  মাছুয়াখালী গ্রামে মোসা. মারুফাকে তার স্বামী শারীরিক মারধর করে গুরুত্বর আহত করে। পরে আহত মোসা. মারুফার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার প্রচার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন। গাড়ী যোগে পটুয়াখালীতে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোসা. মারুফাকে নিহত হয়েছে বলে ঘোষনা করে। নিহতের স্বামী হাসান দফাদার ও সাথে থাকা অন্যান্যরা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মা দু’দিন পরে দশমিনা থানায় মামলা করতে গেলে বিভিন্ন কাগজ পত্রের অজুহাতে মামলা গ্রহন কনেনি বলে জানান নিহতের পরিবার। পরে গত মঙ্গল বার ৬ জন’কে আসামী করে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন।
দশমিনা থানার ওসি এস.এম জালাল উদ্দিন বলেন, মামলা করতে থানায় কেউ আসেনি বরং তারা কোর্টে মামলা করেছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৯ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ