গোপালগঞ্জে জাসদের ডাকে সুশাসন দিবস পালিত

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে জাসদের ডাকে সুশাসন দিবস পালিত
বুধবার ● ৩১ জুলাই ২০১৯


গোপালগঞ্জে জাসদের ডাকে সুশাসন দিবস পালিত

গোপালগঞ্জ সাগরকন্যা  প্রতিনিধি॥

সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে গোপালগঞ্জে সুশাসন দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বুধবার দুপুরে এ উপলক্ষে জাসদ জেলা কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
র‌্যালির নেতৃত্ব দেন জেলা জাসদ-এর সভাপতি শেখ মাসুদুর রহমান। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  ও সুশান প্রতিষ্ঠায় দলের বক্তব্য সম্বলিত এ লিফলেট বিতরণ করে। পরে র‌্যালিটি দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশ শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, উৎপাদনের পথে এগিয়েছে কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষনসহ সামাজিক অনাচার ও অবিচার আশংকজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থার অবসানে আইনের কঠোর প্রয়োগ, প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকর ভুমিকা পালন জরুরী বলে তারা মনে করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা জাসদ-এর সাধারন সম্পাদক সাইফুর রশীদ চৌধুরী, সহ-সম্পাদক এস্কেন্দার চৌধুরী, সদস্য দাউদ মৃধা, মাসুম মীর, স্বাধীন চৌধুরী প্রমূখ, বক্তব্য রাখেন ।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৫:৫৭ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ