ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী কলাপাড়া হাসপাতালে

প্রথম পাতা » সর্বশেষ » ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী কলাপাড়া হাসপাতালে
বুধবার ● ৩১ জুলাই ২০১৯


ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী কলাপাড়া হাসপাতালে

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ডেঙ্গু আক্রান্ত কিরন শিকদার (৩০) বুধবার (৩১ জুলাই) কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মেডিকেল অফিসার জে.এইচ. খান লেলিনের অধীনে চিকিৎসা নিচ্ছেন। কিরন শিকদার ঢাকার উত্তরায় একটি মার্কেটের সিকিউরিটিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদ বাড়িয়ার কুদবারচর গ্রামে। বাবার নাম জগদিশ চন্দ্র শিকদার।
ঢাকায় থাাকা কালে সোমবার  অসুস্থ্য হয়ে পরলে তাৎক্ষনিক‘কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সালমা বিনতে রহমানের কাছে চিকিৎসা গ্রহন করতে যান কিরন। কিরন শিকদার ঢাকার ডেঙ্গু রোগীর সংখ্যা ও চিকিৎসা ব্যবস্থার কথা বিবেচনা করে মঙ্গলবার নিজ বাড়ি মির্জাগঞ্জের মজিদ বাড়িয়ার কুদবারচরে বাবা-মায়ের কাছে চলে আসেন। তাদেও প্রতিবেশী চিকিৎসক জে.এইচ খান লেলিনের কর্মস্থল কলাপাড়া হাসপাতালে আসেন চিকিৎসা গ্রহনের জন্য। কিরন শিকদার আরো জানায়, এখনো মাথা ব্যাথা ও বমি বমি ভাব আছে।
ঢাকায় চিকিৎসকের এবং চিকিৎসালয় খরচ অনেক বেশি এবং যথাযথ চিকিৎসা পাওয়া কষ্টকর। তাই পরিপুর্ণ চিকিৎসা এবং মা বাবার কাছে এসেছি এতেই আমি অর্ধেক সুস্থ্য হয়ে উঠেছি। জে. এইচ খান লেলীন জানান, কিরন শিকদার ঢাকায় বসে ডেঙ্গু জ্বরে কিংবা ভাইরাসে আক্রান্ত হয়ে যথাযথ চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি আমার পরিচিত বিধায় মির্জাগঞ্জ থেকে আমার কর্মস্থলে ছুটে এসেছে। তবে কলাপাড়া উপজেলায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়া কোন রোগী কিংবা আক্রান্ত কোন ব্যক্তি এখন পর্যন্ত শনাক্ত হয়নি।
স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, ডেঙ্গু ভাইরাস শনাক্ত করনের কোন মেশিন এবং মেডিসিন সরকারি ভাবে এখন পর্যন্ত কলাপাড়ায় সরবরাহ করা হয়নি। তবে বাইরের কয়েকটি ক্লিনিকে ডেঙ্গু ভাইরাস সনাক্ত করন পদ্ধতি আছে। হাসপাতালে ভর্তি হওয়া কিরন শিকদারকে যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে। আশা করা যাচ্ছে সে দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:০৪ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ