আগৈলঝাড়ায় তিন ভবনের উদ্বোধন

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় তিন ভবনের উদ্বোধন
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯


আগৈলঝাড়ায় তিন ভবনের উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়ায় ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন, হলরুম ও নির্বাহী অফিসারের বাসভবন উদ্বোধন করলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে দশটায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা আধুনিক ভবন ও হলরুম এবং ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা নির্বাহী অফিসারের দ্বিতল আধুনিক বাসভবনসহ তিনটি নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় জেলা প্রশাসক বিশেষ অতিথি হিসেবে তা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরীফ জামান উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন,গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন জানান, এলজিইডির অর্থায়নে ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিং এর পক্ষে ঠিকাদার শফিকুল ইসলাম সেরনিয়াবাত সকুল নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করেন।

এএলএস/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৬:০১ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ