বাউফলে বৃক্ষ মেলার উদ্বোধন

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে বৃক্ষ মেলার উদ্বোধন
সোমবার ● ২৯ জুলাই ২০১৯


বাউফলে বৃক্ষ মেলার উদ্বোধন

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

“পরিকল্পিত ফল চাষ- যোগাবে পুষ্টি সম্মত খাবার” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাউফলে শুরু হয়েছে তিনদিন ব্যপী ফলদ ও বৃক্ষ মেলা।
সোমবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে বাউফল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এই মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্নাঢ্য একটি র‌্যালি বের হয়ে বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তণে কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরাফাত হোসেন প্রমূখ।

ফলদ ও বৃক্ষ মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০টি স্টল দেয়া হয়েছে। ষ্টলগুলোতে উন্নত ফলনশীল বিভিন্ন ফলদ এবং দেশীয় নানা প্রজাতির ফলদ চারা রাখা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪২ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ