আমতলীতে শারীরিক প্রতিবন্ধির বসতঘর পুড়ে ছাঁই

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে শারীরিক প্রতিবন্ধির বসতঘর পুড়ে ছাঁই
সোমবার ● ২৯ জুলাই ২০১৯


আমতলীতে শারীরিক প্রতিবন্ধির বসতঘর পুড়ে ছাঁই

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

শারীরিক প্রতিবন্ধি দরিদ্র মোঃ দুলাল রাঢ়ীর শেষ সম্বল টুকু বসতঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে দিশেহারা সে। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামে।
জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আবদুল মন্নান রাঢ়ীর ছেলে দুলাল রাঢ়ী গত ১০ বছর ধরে অসুস্থ্যতার কারনে শারীরিক ভাবে অক্ষম। বসত ভিটে ছাড়া কোন জমি জমা নেই তার। কোন কাজ করতে পারেন না। স্ত্রী শাহীনুর বেগম, কন্যা মৌসুমী ও সাবিনা ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করেন। তাদের আয়েই চলে দুলাল রাঢ়ীর সংসার। তাদের আয় থেকে পুঁজি করে তুলে গড়ে তুলেছেন টিনের বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর। দুলাল তার ছোট মেয়ে কুলসুমকে নিয়ে বাড়ীতে বসবাস করে। রবিবার গভীর রাতে তার বসতঘরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দুলাল রাঢ়ী ও তার কন্যা কুলসুম ওই ঘরে ঘুমিয়ে ছিল। আগুনের তাপ পেয়ে তারা ঘুম থেকে জেগে উঠায় অল্পের জন্য জীবন রক্ষা পায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের আনায় চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে স্থানীয়দের সহযোগীতায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে সোমবার সকালে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে তার বসতঘর, রান্নাঘর, গোলায়ঘর ও ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। শেষ সম্বল মাথা গোজার ঠাই টুকু হাড়িয়ে পরিবার পরিজন নিয়ে দিশেহারা দুলাল রাঢ়ী।
হাউ মাউ করে কেঁদে দুলাল রাঢ়ী বলেন, মুই প্রতিবন্ধি মানু, কোন কাম হরতে পারিনা।  মোর বউ ও দুই মাইয়্যায় ঢাহা গার্মেন্টেসে কাম হবে। হ্যারা যে টাকা পায় হেই টাকা দিয়া মুই চলি। হেই টাহায় গোনে জমাইয়্যা এই ঘর বাড়ী হরছি। গরু কেনার লইগ্যা ২৬ আজার টাহা দেছেলে হেই টাহাও পুইর‌্যা গ্যাছে। মুই এহন কি দিয়া ঘর উডামু আর গুরাগালা লইয়্যা থাকমু। ওরে আল্লা মুই গরিব মানু তুমি মোরে এতো বিপদ দেলা ক্যানো। মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে।
প্রত্যক্ষদর্শী মেহেদী জামান রাকিব, সোহরাফ হোসেন ও হাফিজুর রহমান বলেন, গভীর রাতে ডাক চিৎকার শুনে দুলালের বাড়ীতে গিয়ে দেখি শুধু আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগীতায় দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে শারীরিক প্রতিবন্ধি হত দরিদ্র দুলালের সব পুড়ে ছাই হয়ে গেছে।
আমতলী ফায়ার ষ্টেশনের সাব ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুর রহমান বলেন, বৈদ্যূতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৮ ● ৪৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ