কাউখালীতে ফলদ বৃক্ষ মেলা শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ফলদ বৃক্ষ মেলা শুরু
সোমবার ● ২৯ জুলাই ২০১৯


কাউখালীতে  ফলদ বৃক্ষ মেলা শুরু

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই স্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পিরোজপুরের কাউখালীতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
সোমবার (২৯জুলাই)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আলী আজিম শরীফের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে মেলা উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। আরোও উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ফলদ বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪৬ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ