রোহিঙ্গাদের থাকার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » রোহিঙ্গাদের থাকার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার ● ২৮ জুলাই ২০১৯


রোহিঙ্গাদের থাকার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সাগরকন্যা অফিস॥

রোহিঙ্গাদের বাংলাদেশে থেকে যেতে উৎসাহ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রবিবার (২৮ জুলাই) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে রোহিঙ্গা সংকট: চ্যালেঞ্জ ও স্থায়ী সমাধান’-শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে মোমেন বলেন, কিছুকিছু প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে, তারা চায় রোহিঙ্গারা এখানে থাকুক, তাহলে ফায়দা লোটা যাবে। তারাই রোহিঙ্গাদের এখানে থাকার জন্য উৎসাহ বা উস্কানি দিচ্ছে। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিজের দেশে ফিরে না গেলে সমস্যার সমাধান হবে না। আপনাদের বুঝতে হবে, মিয়ানমারেও বহু মুসলমান আছে। তবে, রোহিঙ্গারা এখন নানা বায়না ধরেছে। তারা এখানে থাকলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে, ভবিষ্যৎ নষ্ট হবে। যাই হোক, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হলেই তাদের ফেরত পাঠাতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শোকো ইশিকাওয়া, মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. সৈয়দ হামিদ আলবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি বেনজির আহমেদ, ইউএনএইচসিআর’র সহকারী আঞ্চলিক প্রতিনিধি অ্যালেস্টার বোল্টেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৯ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ