বন্যায় ৭৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » বন্যায় ৭৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ মানুষ: ত্রাণ প্রতিমন্ত্রী
রবিবার ● ২৮ জুলাই ২০১৯


সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা সাগরকন্যা অফিস॥

চলমান বন্যায় দেশের ২৮ জেলায় এ পর্যন্ত মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন এবং ১৪ জেলায় ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।
প্রতিমন্ত্রী এনামুর জানান, ১০ জুলাই উজান থেকে নেমে আসা পানি ও দেশের ভেতরে বৃষ্টিপাত বাড়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ক্রমান্বয়ে ২৮ জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়। জেলাগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুর। তিনি জানান, বন্যায় সুনামগঞ্জে দুইজন, গাইবান্ধায় আটজন, শেরপুরে ১১ জন, বান্দরবানে একজন, নেত্রকোণায় একজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে ১৪ জন, চট্টগ্রামে পাঁচজন, সিরাজগঞ্জে চারজন, জামালপুরে ২২ জন, টাঙ্গাইলে তিনজন, ফরিদপুরে একজন, মাদারীপুরে একজন ও মানিকগঞ্জে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, পানিতে ঢুবে ৬৭ জন ও নৌকা ডুবে আট জন মারা গেছেন। এদের মধ্যে ৫৬ জন শিশু, পুরুষ ১৩ জন ও নারী ছয়জন। প্রতিমন্ত্রী জানান, বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। তবে বন্যা দীর্ঘায়িত হবে না। পানি দু’এক দিনের মধ্যে কমে যাবে। বন্যা দীর্ঘ মেয়াদি হলেও ত্রাণের কোনো সমস্যা হবে না। ত্রাণ কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, ২৭ জুলাই পর্যন্ত জিআর (গ্র্যান্ট রিলিফ) চাল মোট ২৭ হাজার ৩৫০ টন, জিআর টাকা (নগদ) বরাদ্দ চার কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জামালপুরে নৌকা কেনার জন্য আরও সাড়ে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের জন্য তিন হাজার ৯০০ বান্ডিল ঢেউটিন, ঘর নির্মাণের জন্য এক কোটি ১৭ লাখ টাকা, শুকনো খাবারের প্যাকেট এক লাখ ১৩ হাজার কার্টন, আট হাজার ৫০০ সেট তাবু, শিশু খাদ্য কেনার জন্য ১৮ লাখ টাকা, গো-খাদ্য কেনার জন্য ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বন্যা মোকাবিলায় সব সময় সতর্ক আছি জানিয়ে তিনি বলেন, প্রতি মুহূর্তে বন্যার্তদের খোঁজ-খবর রাখছি। এবার সমন্বিত কাজের ফলে বন্যার ক্ষতি অনেকাংশে কাটিয়ে উঠতে পেরেছি এবং সফলভাবে বন্যা মোকাবিলা করতে পেরেছি। তিনি বলেন, এবার মানুষ দাবি করেছেন আমরা ত্রাণ চাই না, বাঁধ চাই। আমরা বারবার বন্যা কবলিত হতে চাই না। আমরা চাই দুর্যোগ সহনীয় বাংলাদেশ। সেই ভিত্তিতে আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করেছি, আমরা জনগণের দাবি পৌঁছে দিয়েছি। বন্যা সহনীয় বাঁধ নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গত ২১ জুলাই আমরা জাপানের জাইকাকে প্রস্তাব দিয়েছি- আমাদের বড় বড় নদীগুলোর দু’পাড়ে বাঁধ দিয়ে বন্যা সহনীয় করার জন্য। জাপান আমাদের কথা দিয়েছে, এ সপ্তাহে জাপানের সঙ্গে তৃতীয় দফা মিটিং হবে। সেই মিটিংয়ে আমরা সেই কাজগুলোর করার জন্য একটা চুক্তি করতে পারবো। সংবাদ সম্মেলনে সচিব শাহ্ কামাল জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয় লাখ ৩০ হাজার ৩৮৩ জন এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৩২ জন। তিনি জানান, বন্যায় পাঁচ লাখ ৬৬ হাজার ৩৭৮ ঘরবাড়ি, এক লাখ ৫৩ হাজার ৭৩৩ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৫টি গবাদিপশু, ২২ হাজার ৩৩৯টি হাঁস-মুরগি মারা গেছে। এ ছাড়া চার হাজার ৯৩৯টি শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠান, সাত হাজার ২৭ কিলোমিটার সড়ক, ২৯৭টি ব্রিজ বা কালভার্ট, ৪৫৯ কিলোমিটার বাঁধ, ৬০ হাজার ২৮৯টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের ত্রাণ পর্যাপ্ত কিনা- এ প্রশ্নের জবাবে সচিব শাহ কামাল বলেন, বন্যা এলে সবাই এফেক্টেড হবে। দেশের ২২ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। ওই ২২ শতাংশ ত্রাণ পেতে পারে। কোথায় ত্রাণ পাচ্ছে না- তা সুনির্দিষ্টভাবে বললে আমরা সেখানে ব্যবস্থা নেবো। সংবাদ সম্মেলনে উপস্থিত একজন সাংবাদিক জামালপুরের একটি উপজেলায় ত্রাণ না পৌঁছানোর তথ্য জানালে তাৎক্ষণিক ৫০ মেট্রিক টন ত্রাণ বরাদ্দ দেন সচিব শাহ কামাল।
সংবাদ সম্মেলনে পনি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, গত সপ্তাহের শেষ থেকে সারাদেশে এবং দেশের উজানে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। এ কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি গত শনিবার (২৭ জুলাই) থেকে হ্রাস পাওয়া শুরু করেছে। এই মুহূর্তে সব জায়গায় পানি হ্রাস পাচ্ছে। গত সপ্তাহের শেষ দিন ২১ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে ছিল। শনিবার ১৭টি পয়েন্টে, আজ (গতকাল রোববার) সকাল ৯টায় মোট ১৩টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্টেশন ভেদে বিপৎসীমার ১-২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় সবক’টি পয়েন্টে খুব দ্রুত হ্রাস পাচ্ছে। আরিফুজ্জামান বলেন, আশা করছি, ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সব পয়েন্টে পানি নেমে যাবে। তবে যেসব জায়গায় বেশি বন্যা আক্রান্ত ছিল, যেমন- জামালপুর, গাইবান্ধায় অনেক ভেতরে পানি ঢুকে গেছে, সেসব জায়গা থেকে পানি নামতে কয়েক দিন সময় লাগতে পারে। তিনি বলেন, এই সপ্তাহে দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামি সপ্তাহেও ভারী বৃষ্টিপাতের লক্ষণ দেখছি না। নদ-নদীর পানি হ্রাস আগামি দুই সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। দুই সপ্তাহের মধ্যে বড় বন্যার ঝুঁকি আমাদের দেশে নেই। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ বলেন, গত ৬-৭ দিনে উত্তরাঞ্চলে দু’একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছিল, সেটি কমে যাচ্ছে। সারাদেশে হালকা থেকে মাঝারি (৩০-৩৫ মি. লি.) ধরনের বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, আগামি ১০ দিন ভারতীয় অংশে বাংলাদেশের উজানে বিশেষ করে নেপাল, আসাম, মিজোরাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে হালকা ধরনের বৃষ্টিপাত হবে। একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। বর্তমানে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর যে সতর্ক সংকেত দেওয়া হয়েছিল তা দু’একদিনের মধ্যে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে কার্যকর ব্যবস্থা নিতে আন্তঃমন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩১ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ